Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে এ শিক্ষা বর্ষেই ভর্তি

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৩:২৫ পিএম

নেত্রকোনায় নব প্রতিষ্ঠিত শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলা প্রশাসক মঈন উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ রফিকউল্লাহ খান, মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ একএম সাদিকুল আজম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়, পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান এবং সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতই এবারের শিক্ষা বর্ষেই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। যে সমস্ত বিষয়ে এবার ভর্তি করা হবে তা হলো, বাংলা, ইংরেজী, কম্পিউটার সাইন্স এবং ডেভলপমেন্ট ইকোনমিকস।
উল্লেখ্য, নেত্রকোনার রাজুর বাজারে ৫শ' একর জমিতে জীব বৈচিত্র রক্ষা করে এই বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণ ও কার্যক্রম চলবে। এছাড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ মোঃ একএম সাদিকুল আজম জানান, মেডিকেলেও এবার ভর্তি করা হবে। তবে ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত হাসপাতালের ইপিআই ভবনে মেডিকেলের ক্লাশ শুরু হবে।



 

Show all comments
  • ২৮ অক্টোবর, ২০১৮, ৯:১০ পিএম says : 0
    কবে থেকে বর্তি শুরু
    Total Reply(0) Reply
  • মো: টিটু মিয়া ২৯ অক্টোবর, ২০১৮, ৭:৩৮ পিএম says : 0
    ভর্তি শুরু হবে কত তারিখ থেকে??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ