Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এস কে সিনহার বই মোটিভেটেড সংবাদ সম্মেলনে কাউন্সিল ভাইস চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৪ এএম

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সদ্য প্রকাশিত বইকে অসত্য, বানোয়াট ও মোটিভেটেড। তিনি আরো বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে একের পর এক চমক সৃষ্টি করা হচ্ছে। গতকাল শনিবার বার কাউন্সিলের ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ব্রোকেন ড্রিমস এমন একটি সময়ে লিখেছেন, কয়েক দিন আগে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন তিনি একটি মত বিনিময় সভা করেছেন। সেখানে কিন্তু বলে ফেলেছিলেন এস কে সিনহা তথ্য নিয়ে আসছেন অল্প দিনের মধ্যে। তার মানে তাদের সাথে একটা আগাম যোগাযোগ ছিলো। বই বের হবে। সেই জন্য দেখেন তারপরে বই বের করে দিয়েছে। তিনি যে বইটি লিখেছেন তার ভেতরে যে তথ্যগুলো লিখেছেন এগুলো অসত্য এবং উদ্দেশ্যে প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এ জন্য বলছি এমন একটি সময়ে লিখেছেন উনি যাওয়ার প্রায় এক বছর পরে। এতদিন পরে একটি বই বের করেছেন ধুম্রজাল সৃষ্টি করার জন্য চমক সৃষ্টি করার জন্য। একটা দল বা গোষ্ঠীকে নির্বোচনরে আগে হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য এই বই বের করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের আগে ধুম্রজাল ছড়ানোর জন্য এটা অসত্য এবং বানোয়াট উদ্দেশ্যে প্রণোদিত। এসময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, বিচার বিভাগ চাপের মুখে রয়েছে। বিচারপতি সিনহা তার বইয়ে যেসব বিষয় উল্লেখ করেছেন তা জাতির জন্য খুবই দুঃখ ও লজ্জাজনক। সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আমাদের বিবেককে দংশন করে। সরকারের এই হস্তক্ষেপ মঙ্গল বয়ে আনবে না। এসবের নিন্দা জানাচ্ছি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি সব সময় আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার সংরক্ষণের জন্য দাবি করে আসছে। গত এক বছর আগে আপনাদের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতির পদত্যাগের ব্যাপারে যে তথ্য এবং কথা বলেছিলাম, তাই আজকে সাবেক প্রধান বিচারপতির লিখিত বইয়ে প্রকাশ পেয়েছে। আমরা মনে করি এসব বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ। আমরা এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। এসময় এসময় বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবীরাও উপস্থিত ছিলেন ।#



 

Show all comments
  • আবদুল হান্নান ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৩:০১ এএম says : 0
    আর আপনি ???????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ