পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেন, সকল রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ মহলের মতামত উপেক্ষা করে নির্বাচন কমিশন একাদশ জাতীয় নির্বাচনে বিতর্কিত ইভিএম বা ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন ব্যবহারের ষড়যন্ত্র করছে। একনেকের সভায় ৩ হাজার ৮২৯ কোটি টাকা ইভিএম এর জন্য অনুমোদন দেয়ায় প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। বর্তমান নির্বাচন কমিশন বিগত নির্বাচনগুলোতে প্রমাণ করেছে তারা ভোট ছিনতাইকারীদের পাহারাদার এবং মেরুদণ্ডহীন। অতএব তাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়।
তিনি আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর নির্বাচন পরিচালনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় মাওলানা ইমতিয়াজ আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুল আউয়াল, নুরুজ্জামান সরকার, মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন এইচএম সাইফুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, শেখ মুহাম্মদ নুর-উন-নাবী, নজরুল ইসলাম খোকন, মুফতি মানসুর আহমদ সাকী, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ প্রমুখ।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে ইভিএম থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। খোদ মার্কিন মুলুকেও ইভিএম নিয়ে বিতর্ক চলছে। ঠিক সে মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বে ইভিএম কোটি কোটি টাকা লুটপাট ও নির্বাচনে ডিজিটাল কারচুপির মহড়া করার স্বপ্ন দেখছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইভিএম থেকে সরে আসার আহ্বান জানাই। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।
সভাপতি তাঁর বক্তব্যে নির্বাচনের পূর্ব মুহূর্তে দাদা বাবুদের মনোরঞ্জনের জন্য মংলাসহ কয়েকটি পোর্ট ব্যবহারে ভারতকে সুযোগ দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের মানুষের জীবন থাকতে এক ইঞ্চি জমিনও হাতছাড়া হতে দিবে না।
সরকারের এমন রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের দাঁতভাঙ্গা জবাব দিতে এবং আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার দাবীতে দেশবাসীকে ৫ অক্টোবর’১৮ইং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে যোগ দানের আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।