Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল মুসলিম গ্রুপ এমডির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

জঙ্গি অর্থায়ন ও সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আল মুসলিম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল্লাহর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অভিযোগ করেছেন মো. আওলাদ হোসেন নামে এক ব্যক্তি। গত ১৪ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে এক পত্রের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগপত্রে আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা, জেএমবি ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থ জোগানদাতা, নমিনেশন পেতে হিন্দুদের মুসলিম সাজিয়ে প্রতারণা, মুন্সিগঞ্জে বিমানবন্দর প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারবিরোধী জ্বালাও পোড়াও আন্দোলনে অর্থের জোগানদাতা, সাভার ও সিরাজদিখানে জমি দখলসহ রফতানির নামে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে আওলাদ হোসেন নিজেকে একই উপজেলার বাসিন্দা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও আওয়ামী লীগের শুভাকাঙ্খি হিসেবে উল্লেখ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ