পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ২০১৪-২০১৫ অর্থবছরে ছয়টি মোবাইল ফোন কোম্পানিগুলোর মধ্যে টেলিটক ও এয়ারটেল ছাড়া বাকি চারটি কোম্পানির কাছ থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ কমেছে বলে সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সফুরা বেগমের প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, ছয়টি কোম্পানির কাছ থেকে সরকারের ২০০৯-২০১০ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৮২০ দশমিক ৩৬ কোটি টাকা, ২০১০-২০১১ অর্থবছরে ১০১৫ দশমিক ২৯ কোটি টাকা, ২০১১-২০১২ অর্থবছরে ৪২৩৫ দশমিক ১০ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩৫৩৭ দশমিক ৬২ কোটি টাকা এবং ২০১৪-২০১৫ অর্থবছরে ১৪৬৫ দশমিক ৪২ কোটি টাকা।
তিনি জানান গ্রামীণফোনের কাছ থেকে ২০০৯-১০ অর্থবছরে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ ৪০৯ দশমিক ৭৬ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ৫১০ দশমিক ২ কোটি টাকা, ২০১১-২০১২ অর্থবছরে ১৮৫০ দশমিক ৯৫ কোটি টাকা, ২০১২-২০১৩ অর্থবছরে ১৬৩১ দশমিক ৭৯ কোটি টাকা এবং ২০১৪-২০১৫ অর্থবছরে ৬৬০ দশমিক ২২ কোটি টাকা রাজস্ব আদায় হয়।
রবি ২০০৯-২০১০ অর্থবছরে ১৪৪ দশমিক ৫১ কোটি টাকা, ২০১০-২০১১ অর্থবছরে ১৭৯ দশমিক ৪৩ কোটি টাকা, ২০১১-২০১২ অর্থবছরে ১০০০দশমিক ২৩ কোটি টাকা, ২০১২-২০১৩ অর্থবছরে ৮৪৭ দশমিক ৯০ কোটি টাকা এবং ২০১৪-২০১৫ অর্থবছরে ৩০৩ দশমিক ৭২ কোটি টাকা রাজস্ব দেয়।
বাংলালিংক ২০০৯-১০ অর্থবছরে ১৭২ দশমিক ৪৮ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ২১৯ দশমিক ৩৮ কোটি টাকা, ২০১১-২০১২ অর্থবছরে ১০৬৯ দশমিক ৪৪ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৮৭৮ দশমিক ২২ কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে ২৮৫ দশমিক ৫৭ কোটি টাকার রাজস্ব দেয়।
এয়ারটেল থেকে রাজস্ব আদায় হয় ২০০৯-২০১০ অর্থবছরে ৫১ দশমিক ৮২ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ৬১ দশমিক ৮২ কোটি টাকা, ২০১১-২০১২ অর্থবছরে ৮৪ দশমিক ৭৫ কোটি টাকা, ২০১২-২০১৩ অর্থবছরে ১০৭ দশমিক ৭১ কোটি টাকা এবং ২০১৪-১৫ অর্থবছরে ১১৪ দশমিক ৪৮ কোটি টাকা।
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম ২০০৯-২০১০ অর্থবছরে ৩২ দশমিক ৩৮ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ২৯ দশমিক ৭৩ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ২১৫ দশমিক ২৫ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ২২ দশমিক ৫৮ কোটি টাকা এবং ২০১৪-২০১৫ অর্থবছরে ১০ দশমিক ৪০ কোটি টাকা রাজস্ব দেয়।
টেলিটক ২০০৯-১০ অর্থবছরে ৯ দশমিক ৪০ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ১৪ দশমিক ৬৪ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ১৪ দশমিক ৪৮ কোটি টাকা, ২০১২-২০১৩ অর্থবছরে ৪৯ দশমিক ৪২ কোটি টাকা এবং ২০১৪-২০১৫ অর্থবছরে ৯১ দশমিক শূন্য ৩ কোটি টাকা রাজস্ব দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।