Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ সোনা থাকার সন্দেহে চট্টগ্রামে দুই সিন্দুক জব্ধ করেছে ডিবি পুলিশ

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : অবৈধ স্বর্ণ থাকার সন্দেহে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারের একটি মার্কেট থেকে দুইটি সিন্দুক জব্ধ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহুল আমিনের নেতৃত্বে তামাককুন্ড লেনের বাহার মার্কেটের ৬ তলায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবির এডিসি বাবুল আখতার জানান, মার্কেটের ৬ তলায় দুটি কক্ষে চোরাই স্বর্ণের মজুদ করে রাখার খবর পেয়ে অভিযান চালাতে এসে দুটি সিন্দুকের সন্ধান পায় পুলিশ। সিন্দুক দুটি খোলার চেষ্টা ব্যর্থ হবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তা জব্ধ করা হয়। পরে ওই কক্ষ দুটি সিলগালা করে দেয় পুলিশ। তিনি আরও জানান, ৬ তলা বিশিষ্ট ওই ভবনের ৩তলা পর্যন্ত মার্কেট এবং বাকী ৩টি তলা ব্যাচেলার হিসাবে ব্যবহৃত হচ্ছিল। অভিযানে খবর পেয়ে বাসিন্দরা পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ সোনা থাকার সন্দেহে চট্টগ্রামে দুই সিন্দুক জব্ধ করেছে ডিবি পুলিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ