Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়েন্টে সমস্যা, খালেদা জিয়াকে হাসপাতালে নিতে হবে -চিকিৎসক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৩:৪৮ পিএম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরের জয়েন্টে জয়েন্টে সমস্যা দেখা দিয়েছে। হাত-পা কাঁপে। তাকে কারাগারে রেখে চিকিৎসা দেয়া সম্ভব নয়। হাসপাতালে নিতে হবে। রোববার (১৬ সেপ্টেম্বর) খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দেয়ার পর এসব কথা বলেছেন সরকার গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মোঃ আব্দুল জলিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমা দেয়ার পর

মেডিকেল বোর্ডের প্রধান ডা. মো. আবদুল জলিল চৌধুরী শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এর কাছে রিপোর্ট জমা দিয়েছেন। গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের রিপোর্ট আজই মধ্যেই কারাগারে পৌঁছে যাবে বলে জানা গেছে। ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়েছি। কিছুক্ষণের মধ্যেই কারাগারে পৌঁছে দিবো।

এর আগে শনিবার বিকেলে বিএসএমএমইউ’র ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মো. আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে বোর্ডের সদস্যরা পুরোনো ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

গত ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রফেসর ডা. মো. আব্দুল জলিল চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন- কার্ডিওলজি বিভাগের প্রফেসর হারিসুল হক, অর্থপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ।

 


--



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ