পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। গতকাল (শনিবার) বিকেলে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে তারা স্বাস্থ্য পরীক্ষা করেন। বিকাল পৌনে ৪টায় তারা ‘বাংলাদেশ জেল’ লেখা একটি মাইক্রোবাসে করে কারাগারের ম‚ল ফটক দিয়ে প্রবেশ করেন। প্রায় সোয়া এক ঘণ্টা ভেতরে অবস্থানের পর ৪টা ৫০ মিনিটে কারাগার থেকে বের হয়ে আসেন মেডিকেল বোর্ডের ৫ সদস্য। তাদের মধ্যে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অর্থপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী বীরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ। তবে তারা সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে ২০/৩০ মিনিট স্বাস্থ্য পরীক্ষা করেন। পরবর্তীতে তারা ব্যবস্থাপত্র দেবেন। সেই অনুযায়ী কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।