Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘তারা আলোকবর্তিকা’

গোলাম সারওয়ার ও মোয়াজ্জেম হোসেন স্মরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সাংবাদিকতার পেশাদারিত্বের ক্ষেত্রে সম্পাদক গোলাম সারওয়ার ও এইচএম মোয়াজ্জেম হোসেন আদর্শের প্রতীক। তাঁরা দু’জনই পেশাদার সাংবাদিকতার মর্যাদা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুকরণীয় অবদান রেখে গেছেন। সাংবাদিকদের জন্য তারা আলোকবর্তিকা। নতুন প্রজন্মের সংবাদকর্মীদের তাদের থেকে আলো নিয়ে পথ চলতে হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক শোকসভায় দেশের বরেণ্য সম্পাদকরা মরহুম এই দুই সম্পাদকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন।
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে এই শোকসভার আয়োজন করে সম্পাদক পরিষদ।
সম্পাদক পরিষদের সদস্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকাল প্রকাশক এ কে আজাদ, হলিডে সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, জাপানের কিউডো নিউজ এজেন্সির বাংলাদেশ প্রধান সৈয়দ জাহিদুজ্জামান ফারুক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ভারপ্রাপ্ত সম্পাদক শহীদুজ্জামান প্রমুখ। সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
মাহফুজ আনাম বলেন, গোলাম সারওয়ার ও এএইচএম মোয়াজ্জেম হোসেনের মৃত্যু সম্পাদকদের, সাংবাদিকদের ব্যথিত করেছে, সবাই শোকাভিভ‚ত। আমাদের মাঝে এ দু’জনকে হারিয়ে শুণ্যতা বিরাজ করছে। এ এক অপহৃরণীয় ক্ষতি। মরহুম সম্পাদক দু’জন সংবাদপত্রকে আর্থিকভাবে স্বাবলম্বি করার পথিকৃত। তারা পথ প্রদর্শক।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, তার ৫১ বছরের সাংবাদিকতার বিশাল সময় কেটেছে প্রয়াত সম্পাদক দু’জনের সাহচার্যে। গোলাম সারওয়ার তার কাজে অনন্য। মোয়াজ্জেম হোসেনও অসাধারণ। তাদের অনুসরণ করলে গণমাধ্যম শক্তিশালী হবে। তারা সাংবাদিকতাকে সমৃদ্ধ করে গেছেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের দায়িত্ব হবে তাদের কর্মধারা অনুসরণ করে সাংবাদিকতাকে আরও বেশি সমৃদ্ধশালী করে তোলা।
মতিউর রহমান বলেন, দ’জনেই ছিলেন সজ্জন ব্যক্তি। একই সঙ্গে ঢাকায় নিজের আয়ে সংবাদপত্র চলা খুব কঠিন। গোলাম সারওয়ার ও মোয়াজ্জেম হোসেন এ ক্ষেত্রে সফল ছিলেন। মতিউর রহমান বলেন, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা নিয়ে মরহুম সম্পাদক গোলাম সারওয়ারের নেতৃত্বে সম্পাদক পরিষদ সোচ্চার ছিল। সময়টা খুব ভাল নয়, অনুকূলও নয়। সেলফ সেন্সরশীপ করে করে পথ চলতে হচ্ছে। এ সময়েই মরহুম দুই সম্পাদকের খুব দরকার ছিল। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা আমরা যেন সবাই মনে রাখি, অন্তরে ধারণ করি। ভবিষ্যত প্রজন্মের জন্য যেন একটি মানদন্ড তৈরী করে দিতে পারি।
এ কে আজাদ বলেন, গোলাম সারওয়ার একজন উঁচুমানের মানুষ ছিলেন। মোয়াজ্জেম হোসেনের ’ডেপথ অব নলেজ’ ছিল অতুলনীয়। তিনি তার কর্মে সেটা প্রমাণ করেছেন।
নিউ এইজ সম্পাদক নুরুল কবির বলেন, একই মাসে দুইজন বরেণ্য সাংবাদিককে হারানো বেদনায়ক। তাদের পেশাগত দক্ষতা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। তরুণ প্রজন্মের অনেক সাংবাদিককে তারা তৈরি করেছেন।
মতিউর রহমান চৌধুরী বলেন, সারওয়ার ভাই ছিলেন আমার প্রিন্সিপাল। তার মতো বার্তা সম্পাদক আর এ দেশে আর জন্ম নেবে কিনা সন্দেহ। তিনি নিজেই সংবাদের পেছনে ছুটতেন। হাজার হাজার সাংবাদিক আছে, কিন্তু সারওয়ার ভাইয়ের মতো পরিশ্রমি সাংবাদিক পাওয়া যাবে না। মোয়াজ্জেম ভাইও তার কর্মের মধ্যে বেঁচে থাকবেন।
হলিডে সম্পাদক কামাল উদ্দিন আহমেদ বলেন, দু’জনেই আমাদের দিকপাল ছিলেন। তাদের দেখানো পথেই নবীন সাংবাদিকরা আরও দুর এগিয়ে যাবে। সৈয়দ জাহিদুজ্জামান ফারুক বলেন, তাঁরা সাংবাদিক শুধু স্বরণীয় নয়, তারা আমাদের মাঝে বরণীয় হয়ে থাকবেন।
মুহম্মদ শফিকুর রহমান বলেন, কোন নিউজে সমস্যা থাকলে সারওয়ার ভাই নিজেই লিখে দিতেন। দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন। তেমনি মোয়াজ্জেম হোসেনও সম্পাদক হিসেবে তার কাজের অনন্যতার স্বাক্ষর রেখে যেতে পেরেছেন।
ফরিদা ইয়াসমিন বলেন, তারা আমাদের অভিভাবক। তাদের দেখানো আলোকবর্তিকা আমরা এগিয়ে নিয়ে যাবো। তিনি ক্লাবের উদ্যোগে দুই সাংবাদিকের লেখা নিয়ে একটি সংকলন প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন।
সাইফুল আলম বলেন, তাঁরা দু’জন সাংবাদিকতার শিক্ষক ছিলেন। আপাদমস্তক সাংবাদিক ছিলেন। তাদের কর্ম এ প্রজন্মের সাংবাদিকদের উজ্জীবিত করবে, পথ দেখাবে। তিনি বলেন, কেবলমাত্র এ ধরণের একটি অনুষ্ঠান করেই আমরা যেন তাদের ভুল না যাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেইলি ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক শামসুর রহমান, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি রকিব উদ্দিন আহমেদ ও একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. আবদুস সালাম।
গত ১৩ আগস্ট গোলাম সারওয়ার এবং গত ১ আগষ্ট মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ