Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্লোব ফার্মাসিউটিক্যালস্ উৎপাদিত ভিটামিন কে১-এর নতুন ডোজেজ ফরম

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এই প্রথম ফাইটোমিনাডিওন-এর (ভিটামিন কে১) একটি নতুন ডোজেজ ফরম (সফ্ট জিলাটিন ক্যাপসুল) কেঅন” ব্র্যান্ড নামে মার্কেটে এনেছে, যা নবজাতকের ভিটামিন কে১-এর অভাবজনিত রক্তক্ষরণ প্রতিরোধে নির্দেশিত। কেঅন” সফ্ট জিলাটিন ক্যাপসুল নবজাতক শিশুদের জন্মের পর পর একটি এবং পরবর্তী প্রতি সপ্তাহে একটি করে মোট ১২টি ক্যাপসুল ১২ সপ্তাহ পর্যন্ত খাওয়াতে হয়”। কেঅন” ব্যবহারের সুবিধাসমূহ হচ্ছে Ñ ভিটামিন কে১ এর প্রচলিত ইনজেকশনের বিপরীতে সফ্ট জিলাটিন ক্যাপসুল খুব সহজেই সেবনযোগ্য যার ফলে বাড়তি সিরিঞ্জ/ড্রপারের প্রয়োজন হয় না; মা বাবার সহায়তায় ঘরেই সেবনযোগ্য ; যেহেতু ভিটামিন কে১ সফ্ট জিলাটিন ক্যাপসুল তাই গ্লাস এ্যামপুলের মত কেঅন” পড়ে ভাঙ্গার কোন ঝুঁকি নেই এবং খুব সহজেই সংরক্ষণযোগ্য। গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড ভবিষ্যতে আরো নতুন মলিকিউলের সূচনা করে স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে সচেষ্ট আছে এবং তার পাশাপাশি গ্লোব ড্রাগস লিমিটেড দীর্ঘ দিন যাবৎ জীবণরক্ষাকারী এ্যান্টিবায়োটিক ও প্যারাসিটামলের কাঁচামাল তৈরী করে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ মার্কেটের চাহিদা পূরণে বিশাল অবদান রাখছে। Ñপ্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্লোব ফার্মাসিউটিক্যালস্ উৎপাদিত ভিটামিন কে১-এর নতুন ডোজেজ ফরম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ