পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালিপনায় অবশেষে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার একের পর এক হাওর। এখন পর্যন্ত ৪০ শতাংশ বোরো ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন দিরাই উপজেলা কৃষি অফিসের লোকজন। তারা জানান, দিরাই উপজেলার উদগল হাওরের ১ হাজার হেক্টর বোরো জমির মধ্যে ৫০ শতাংশ কাটা হয়েছে। এছাড়া বরাম হাওরের ৩ হাজার ২ শত হেক্টর জমির মধ্যে ৫০ শতাংশ ও চাপতির হাওরের সাড়ে ৪ হাজার হেক্টর জমির মধ্যে ৪৫ শতাংশ বোরো ধান কাটা হয়েছে। তবে হাওরের প্রকৃত চিত্র আরো বেশি জলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।