Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে আসলে ভয় করে -নৌ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৬:৩০ পিএম

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, এখন নৌপথ রয়েছে ৩ হাজার কিলোমিটার। বর্ষাকালে যা ৬ হাজার কিলোমিটার। বঙ্গবন্ধুকে হত্যার পরে কোন সরকার একটি ড্রেজার ক্রয় করেনি। আমরা ২০০৯-১৩ সাল পর্যন্ত ১৪টি ড্রেজার ক্রয় করেছি। ২০১৪-১৮ সাল পর্যন্ত ৪টি মালটিপারপাস ড্রেজার ক্রয় করা হয়েছে ও আরো ২০ ড্রেজার নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি প্রাইভেট সেক্টরেও শতাধিক ড্রেজার রয়েছে। ইতিমধ্যে হারিয়ে যাওয়া ২ হাজার কিলোমিটার নৌপথ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান ব্রক্ষ্মপুত্র নদ খনন করা হয়েছে। শীতলক্ষ্যা নদীও খনন করা হবে। পানগাওয়ে কনটেইনার পোর্ট নির্মাণ করা হয়েছে। খানপুরে কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে। ইতিমধ্যে ২০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে যার মধ্যে ৬ কিলোমিটার নারায়ণগঞ্জে। আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে যার মধ্যে ২৫-৩০ কিলোমিটার হবে নারায়ণগঞ্জে। কাঁচপুর ও মেঘনায় কার্গো টার্মিনাল নির্মাণ করা হবে। দু’টি ইকো পার্ক নির্মাণ করা হয়েছে যার মধ্যে একটি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ আসলে ভয় করে এখানকার এমপি শুধু দাবি করে। তবে আমি কথা দিচ্ছি নারায়ণগঞ্জের উন্নয়নে যা যা প্রয়োজন তা আমি করে দিব। বিএনপি ও ডক্টর ইউনুছ পদ্মাসেতু নির্মাণে অনেক বাধা সৃষ্টি করেও না পেরে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন আমরা নাকি জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করছি। তাই আমি বলতে চাই পদ্মাসেতু চালু হলে বিএনপির নেতাকর্মীরা যাতে পদ্মা সেতুতে না ওঠে। কারণ তাদের নেত্রী নির্দেশ দিয়েছেন পদ্মাসেতুতে না ওঠার জন্য।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ ড্রেজার বেইজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী। এসময় মন্ত্রী নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
মন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান সাড়ে ১১ হাজার যুদ্ধাপরাধীকে কারাগার থেকে বের করে বিএনপি গঠন করেছিল। রাজাকার আলবদর আল শামসদের নাগরিকত্ব প্রতিষ্ঠিত করেছিল। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যুদ্ধাপরাধী নিজামী মুজাহিদদের সংসদে বসিয়েছিলেন। তাদের গাড়িতে ৩০ লাখ বাংলাদেশীর রক্তে রঞ্জিত জাতীয় পতাকা তুলে দিয়েছিল। খালেদা জিয়ার ঘাড়ে চেপে স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশকে জঙ্গীরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হয়েছিল। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। জার্মানাীতে যুদ্ধাপরাধী নাৎসী ও মুসুরী বাহিনীর সদস্যদের রাজনীতি করতে দেয়া হয়না। তেমনি ব্রিটেনেও (ইংল্যান্ড) ব্রিটিশ ন্যাশনালিষ্ট পাটি যাদের সংক্ষিপ্ত নাম বিএনপি তাদেরকেও রাজনীতি করতে দেয়া হয়না। গণতন্ত্র হতে হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেট্রোল বোমা মেরে অসংখ্য মানুষকে হত্যা করেছে। কোরআন হাদিস অনুযায়ী তারা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারেনা। বিএনপি জামায়াতের হাতে বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। তাই সন্ত্রাস মোকাবেলা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, বিআইডব্লিউটিএ এর সিনিয়র পরিচালক আব্দুল আউয়াল, কাজী ওয়াকিল নওয়াজ, লঞ্চ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল, বিআইডব্লিউটিএ’র প্রধান প্রকৌশলী (সিভিল) মঈনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ জোনের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ পরিচালক মোঃ শহীদুল্লাহ, বিআইডব্লিউটিএ’র সিবিএ সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইডব্লিউটিএ’র ঢাকা সদরঘাটের যুগ্ম পরিচালক এ.কে.এম আরিফ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌ মন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ