পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২০ দলের শীর্ষ নেতা ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান নেজামে ইসলাম পার্টির সভাপতি এড. মাওলানা আব্দুর রকিব বলেছেন, ২০ দলের প্রধান বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় জেলে বন্দি থাকায় দেশ ও জাতি গভীরভাবে উদ্বিগ্ন।
দেশের জনগণের প্রত্যাশা পূরণে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও সকল দলের অংশ গ্রহণের পরিবেশ সৃষ্টি করা বর্তমান সরকারের দায়িত্ব।
সকল রাজনৈতিক দলের অংশগ্রহনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য। তাহার সুচিকিৎসার জন্য কালবিলম্ব না করে বেগম জিয়াকে ইউনাইটেড হাসপাতালে স্থানাস্তরের জোর দাবী জানিয়েছেন এড. মাওলানা আব্দুর রাকিব ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
মঙ্গলবার সিলেট সুরমা মার্কেটস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. মাওলানা আব্দুর রকিব উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মুফতী আব্দুল কারীম হাক্কানীর সভাপতিত্বে এবং জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বিন রিয়াছত এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম সিকদার, মাও: মোজাম্মেল হক, মাও: জুবায়ের আনসারী, মাও: এম. এ সবুর, মাও: আব্দুর রহিম, মাও: নজির উদ্দিন, মাও: মনিরুজ্জামান, মাও: মকসুদ আহমদ, জাহির উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক আলোচনার অবিসাংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আদেশে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য এবং সোচ্চার হওয়ার জন্য দেশ ও জাতির কল্যাণে সকল ইসলামী দল সমূহ এবং সম্মানিত ওলামায়ে কেরামদের প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।