Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারাণসীতে গুলাম আলীর গজল প্রতিরোধে মাঠে শিবসেনা

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক
পাকিস্তানী গজল গায়ক গুলাম আলীর অনুষ্ঠানের বিরোধিতায় ফের মাঠে নেমেছে শিবসেনা। এবার বারাণসীতে গুলাম আলীকে গজল অনুষ্ঠান করতে দিতে চায় না শিবসেনা সমর্থকরা। ব্যানার-পোস্টার নিয়ে বারাণসীর রাস্তায় বিক্ষোভ দেখান শিবসেনার কর্মী-সমর্থকরা। গুলাম আলীর উদ্দেশে সরব হয় ‘গো ব্যাক’ সেøাগান। গুলাম আলীকে বারাণসী ছেড়ে পাকিস্তান ফিরে যাওয়ার পরামর্শও দেয় শিবসেনা কর্মী-সমর্থকরা।
আগামী ২৬ এপ্রিল বারাণসীর সঙ্কট মোচন হনুমান মন্দিরে গজল অনুষ্ঠান করার কথা পাকিস্তানী গজল গায়ক গুলাম আলীর। মন্দিরের ট্রাস্টি বোর্ড এই বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে। এই গজল অনুষ্ঠানই হতে দিতে চায় না শিবসেনা। এর আগে মুম্বাই ও আহমদাবাদে শিবসেনার আপত্তিতে বন্ধ হয়ে যায় গুলাম আলীর অনুষ্ঠান। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বারাণসীতে গুলাম আলীর গজল প্রতিরোধে মাঠে শিবসেনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ