Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁশখালী হত্যাকান্ডের দায় জ্বালানি উপদেষ্টার -আনু মুহাম্মদ

প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে চার জনের মৃত্যুর দায় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টাকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীতে এক মতবিনিময় সভায় বক্তৃতা দান কালে তিনি এই মন্তব্য করেন।
ড. আনু মুহাম্মদ বলেন, বাঁশখালীর হত্যাকা- এমনিতে হয়নি, এর পেছনে অনেকের ষড়যন্ত্র আছে। আর এখন তোতা পাখির মতো করে কথা বলা হচ্ছে। এভাবে মানুষকে বোকা বানানো যাবে না, এ খুনের দায়-দায়িত্ব জ্বালানি উপদেষ্টাকে নিতে হবে।
ভাড়াটিয়া খুনীদের দিয়ে নিরীহ জনগণকে হত্যা করে সরকার সেখানে ভীতির রাজত্ব কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন অর্থনীতির এই শিক্ষক। পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি কার্যালয়ে ‘বিপন্ন সুন্দরবন, বাঁশখালী এবং বিপর্যস্ত বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা হয়।
ক্ষমতাসীনরা গায়ের জোরে সুন্দরবনে কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চক্রান্ত করছে বলে সভায় অভিযোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আনু মুহাম্মদ।
তিনি বলেন, কয়দিন পরপর সুন্দরবনে আগুন লাগার পেছনে সরকারের চক্রান্ত আছে। তারা বন ধ্বংস করে জমি ফাঁকা করতে চায়, যেন সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বানাতে আপত্তি না থাকে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতেই সরকার পরিবেশ বিধ্বংসী এই ধরনের কার্যক্রমে হাত দিচ্ছে। কলামিস্ট আবুল মকসুদ, বুয়েটের অধ্যাপক আসিফুর রহমান ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাঁশখালী হত্যাকান্ডের দায় জ্বালানি উপদেষ্টার -আনু মুহাম্মদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ