পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাচনকালীন সময়ে র্যাব, পুলিশের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করতে বিজিবি প্রস্তুত আছে। ঐ সময় সীমান্তে ভারসাম্য রক্ষার জন্য ভারত এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে সহযোগীতা চেয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
মিয়ানমার ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে সাহায্য চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, নির্বাচনের সময় সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীন আইনশঙ্খলা রক্ষা করতে দুই ভাগে ভাগ হয়ে যাবে বিজিবি। তাই সীমান্তে যাতে কোনো সমস্যা না হয় এ জন্যই দুই দেশের দুই বাহিনীর কাছে সাহায্য চাওয়া হয়েছে বলে জানান বিজিবি প্রধান।
নির্বাচনের সময় অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান যাতে না হয় সেজন্য বিজিবি গত তিন মাস ধরে কাজ করছে। নির্বাচনের মহড়া হিসেবেই বিজিবি এসব কাজ করেছে বলে জানিয়েছেন বিজিবি প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।