পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সীতাকুন্ড উপজেলা সংবাদদাতা : সীতাকুন্ডে নুরুল হুদা (৩৪) নামক এক যুবদল নেতার একটি পা কেটে নিয়ে গেছে দুস্কৃতিরা! গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট এলাকায় রোমহর্ষক এ ঘটনা ঘটে। ঘটনার ৩ ঘণ্টা পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে উদ্দ্যেশ্যে নিয়ে গেলেও ক্রমাগত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন বলে দলের নেতাকর্মীরা জানিয়েছেন।
সীতাকু- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ইনকিলাবকে জানান, উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৪নং শেখেরহাট ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা (৩৪) গ্রাম্য সড়ক দিয়ে হেঁটে যাবার সময় রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন দুস্কৃতকারী অপহরণ করে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা তাকে খোঁজাখুজির এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে শেখেরহাট টেলিফোন টাওয়ারের পাশে নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এসময় দেখা যায় নুরুল হুদার বাঁ পা’টি হাঁটুর নিচ থেকে কেটে নেওয়া হয়েছে। পা কেটে নেওয়ায় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। স্বজনরা এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার উদ্দ্যেশ্যে বিভিন্ন গাড়ি ভাড়া করার চেষ্টা করলেও এত রক্তক্ষরণ দেখে কোন চালক তাকে নিতে রাজি হচ্ছিল না। এতে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। শেষে কোনরকম একটি গাড়ি ঠিক করে তাকে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হয়। বিএনপি নেতা জহুর আরো বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় নুরুল হুদাকে হত্যার উদ্দ্যেশ্যে এ ঘটনা ঘটিয়েছে দুস্কৃতিরা। তার বাম পা’টি খুঁজেই পাওয়া যায়নি। এ অবস্থায় তাকে বাঁচানো কঠিন ব্যাপার মন্তব্য করে অবিলম্বে দুস্কৃতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। সীতাকু- থানার ওসি মোঃ ইফতেখার হাসান ইনকিলাবকে বলেন, তিনি সাংবাদিকদের কাছে এ ঘটনা জেনে সেখানে পুলিশ পাঠিয়েছেন। তবে ভুক্তভোগির পরিবারের পক্ষ থেকে কেউ তাকে কিছু জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।