Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পপুলার লাইফের গোপালগঞ্জ জেলার অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০১ এএম

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর গোপালগঞ্জ জেলার অর্ধ-বার্ষিক সম্মেলনে গ্রাহকের বীমা দাবির মোট ৬ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৬শ’ ৮৩ টাকার চেক হস্তান্তর করা হয়। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন ও মোঃ খলিলুর রহমান দুলাল, প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও মোঃ জাহাঙ্গীর হোসেন এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক মো: সেলিম মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপুলার

৩১ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ