পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে চার যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার রাত ৯টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য সাড়ে ৪৩ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি ফ্লাইটে করে আসা ৪ যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যাত্রীরা কোনও প্রকার ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় বিশেষ কায়দায় শরীর, মানিব্যাগ ও প্যান্টের পকেটের লুকানো অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।