পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর পদ্মা আবাসিক এলাকার বাসভবন ঘন্টা তিনেক ঘেরাও মহড়া দিয়ে ফিরে গেল পুলিশ। জানা গেছে, শুক্রবার সকাল ৮টা দিকে হঠাৎ করেই ঘিরে রাখে পুলিশ। আশপাশে রাখা হয় সাদা পোশাকের পুলিশ। এসময় মিনু দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে আলোচনা করছিল। পুলিশ বাড়ি ঘেরাওয়ের খবর পেয়ে তিনি কিছুক্ষণ বৈঠক করে নেতাকর্মীদের চলে যেতে বলেন। নিজেও বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে গেলে পুলিশও চলে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছিল তাকে আটকের জন্যই সকাল থেকে বাড়ির সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিল। রাজশাহীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম সাকলায়েন জানান, তাদের কাছে তথ্য ছিল বিএনপি নেতা মিনুর বাড়িতে গোপন বৈঠক চলছে। ওই বৈঠকে সরকার বিরোধী ষড়যন্ত্র হতে পারে। তাই পুলিশ সেখানে অবস্থান নেয়। পরে পুলিশ যাওয়ার পর নেতাকর্মীরা বেরিয়ে যায়। এ সময় পুলিশও চলে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।