পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) চতুর্থ বার্ষিক ট্রেড ফিন্যান্স প্রোগ্রাম (টিএফপি) পুরস্কার লাভ করেছে। ব্যাংক তিনটি হলো-ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
ডাচ বাংলা ব্যাংক লিমিটেডকে লিডিং পার্টনার ব্যাংক ইন বাংলাদেশ, প্রাইম ব্যাংক লিমিটেডকে বেস্ট এসএমই ডিল ইস্যুইং ব্যাংক স্বীকৃতি দেয়া হয় এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড জেন্ডার চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এডিবি ১৫টি দেশ থেকে ২৩টি শীর্ষ ব্যাংককে স্বীকৃতি দিয়েছে। গত মঙ্গলবার সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে এ স্বীকৃতির কথা জানানো হয়। সারা বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে যোগদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।