Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়াকে বিশেষায়িত হাসাপাতালে নিয়ে চিকিৎসার দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ৮:০১ পিএম

কারাবান্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসাপাতালে নিয়ে চিকিৎসার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এ দাবি জানান তার আইনজীবীরা।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কারাগারের বাইরে এসে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আজ সাক্ষাতে ম্যাডামকে যেভাবে দেখেছি তাতে তিনি কিভাবে আগের দিন আদালতে এসেছেন সেটা ভাবছি। তিনি বাম হাত নাড়াতে পারেন না। বাম পাশ পুরো অবশ হয়ে গেছে। চোখেও প্রচন্ড ব্যথা হয়। চোখের ভবিষ্যত কি সেটা বলা যাচ্ছে না। আমরা মনে করি কারাগারের ভেতরে রেখে তাকে চিকিৎসা না দেয়ায় এই অবস্থা হয়েছে।

তিনি বলেন, তাই আমরা মনে করি আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়া হোক। ইউনাইটেড, অ্যাপোলো বা যে কোন বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হোক। আগে চিকিৎসা তার পর বিচার। খালেদা জিয়ার বিচার পাওয়ার অধিকার রয়েছে। তিনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী।

এর আগে বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে বেগম জিয়ার চার আইনজীবীরা কারাগারে পৌঁছে সাক্ষাতের অনুমতি চান। ৫ টার কিছু আগে কারাগারে সাক্ষাতের জন্য প্রবেশ করেন। প্রায় ১ ঘন্টা সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬ টার দিকে বেরিয়ে আসেন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া অন্যান্যদের মধ্যে ছিলেন ব্যারিষ্টার জমিরউদ্দীন সরকার, এজে মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান ও জয়নুল আবেদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ