Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্টের নাম ঘোষণা করেছে গ্রামীণফোন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গ্রামীণফোন টেলিনর ইয়ুথ ফোরামের ৭ ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। ইয়ুথ ফোরাম ২০১৮-এ আবেদনকারী ৬০ জনের মধ্যে গ্র্যান্ড ফিনালের জন্য এই ৭ প্রতিযোগীর নাম ঘোষণা করেছে অপারেটরটি। তারা গত ৪ ও ৫ সেপ্টেম্বর জিপিহাউজে গ্র্যান্ড ফিনালের সাতটি স্থানের জন্য নিজেদের ধারণা উপস্থাপন করেন। এই ফাইনালিস্টরা হচ্ছেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তাসনীম ওমর আভা, আইবিএ- ঢাকা বিশ্ববিদ্যালয় এর সামিন আলম ও সৈয়দ সামিন শাহরিয়ার, বাংলাদেশ ইউনির্ভাসিটি অফ প্রফেশনালস এর তারেক মুসান্না ও মোহাম্মদ নাজিব ইন্তোসার, আইবিএ -জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবিহা সাজু ইবনে আবেদিন এবং আর্মি আইবিএ এর ইফতেখার মাহমুদ। গ্রান্ড ফিনালেতে বিজয়ী দুই জন এবছরের ডিসেম্বরে নোবেল শান্তি পুরষ্কার প্রদানের সময় নরওয়ের রাজধানী অসলো ভ্রমণ করবেন। প্রতি বছর নোবেল পিস সেন্টারের সহযোগিতায় টেলিনর ইয়ুথ ফোরাম আয়োজিত হয়। এই উদ্যোগের এ বছরের থিম হচ্ছে ব্রাইট মাইন্ডস রিডিউসিং ইনইকুয়ালিটিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণফোন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ