পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রাজধানীর একটি হোটেলে গতকাল জনপ্রিয় আমেরিকান টু হুইলার ব্র্যান্ড বিটল বোল্ট জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মহিলা চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য চালু করেছে মাসিক কিস্তিতে স্কুটার বিক্রয়সেবা। এ সেবাটিতে ন্যূনতম ৩০ শতাংশ টাকা ডাউন পেমেন্ট পরিশোধ করে ৬ মাস অথবা ১২ মাসের সমান কিস্তিতে বাকি টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে। এমনটিই জানিয়েছেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আশরাফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান উইনবিজ ডিজিটাল লিমিটেডে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে উইনবিজের সকল মহিলা কর্মকতাগণ বিটল বোল্ট এর কাছ থেকে মাসিক কিস্তিতে স্কুটার কেনার সুযোগ পাবেন। এছাড়াও বিটল বোল্টের সকল ডিজিটাল মাকেটিং প্রোগ্রাম উইনবিজ নামক এই প্রতিষ্ঠানটি করে থাকে বলে জানা গেছে। উক্ত করপোরেট চুক্তিটি নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন বিটল বোল্টের চিফ অপারেটিং অফিসার আশরাফুল ইসলাম এবং উইনবিজ ডিজিটাল লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার আনিসুর রহমান। এসময় আশরাফুল ইসলাম প্রথম ক্রেতা হিসেবে নওরীন বিনতে আলীকে স্কুটার এর চাবি হস্তান্তর করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিটল বোল্টের পক্ষ থেকে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।