পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এক সরকারী সফরে গতকাল বুধবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও মালি পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধান ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে পৌছলে সেখানে তাকে বিমান বাহিনী কন্টিজেন্টের একটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার প্রদান করবে। মিশন এলাকায় অবস্থানকালে তিনি ব্যানএয়ারে বিভিন্ন ইউনিটসমূহ পরিদর্শন ছাড়াও কঙ্গোর বুনিয়া ও ড্গুুতে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি কন্টিনজেন্ট-এ (বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট, বাংলাদেশ এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও বাংলাদেশ এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) অনুষ্ঠিতব্য মেডেল প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও তিনি কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ মিশন এলাকার ফোর্স কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান মালিতে নিয়োজিত বিমান বাহিনীর কন্টিনজেন্ট (ব্যানএয়ার) পরিদর্শনসহ কন্টিজেন্টের সদস্যদের সাথে কুশল বিনিময় করবেন। উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান জাতিসংঘ মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফেরার পূর্বে তুরস্ক সফর করবেন। সেখানে তিনি তুরস্ক বিমান বাহিনীর কমান্ডারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট ও পেশাগত বিষয়ে মত বিনিময় করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।