পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ প্রয়োজনে জেল খানায় আদালত বসানো যাবে না সংবিধানে কোথাও নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা সংবিধান মানে না, আইন মানে না, দেশের শাসন মানে না, তারা সবাই করতে পারে।
বুধবার (৫ সেপ্টেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন আদালতে তিনি আর হাজির হবেন না এবং আদালতে যে সিদ্ধান্ত দেয়ার দিক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা আদালতের বিষয়, এটা আমাদের বিষয় নয়। বিএনপি প্রথম থেকেই আইন মানে না, আদালত মানে না, দেশের শাসন মানে না, তারা সব করতে পারে । তারা যদি আদালত না মানে , সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদালতে কোড বসানো অসাংবিধানিক, এর জাবাবে তিনি বলেন, কোন সংবিধানে লেখা আছে , বিশেষ প্রয়োজনে জেল কোডে আদালত বসানো যাবে না।তাদের পক্ষে সবকিছুই বলা সম্ভব।
এ এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দিপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, বাহাউদ্দিন নাছিম, নওফেল চোধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।