পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামী সংসদ অধিবেশনে সড়ক পরিবহন আইন পাস করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংসদে উপস্থাপনের পর আইনটি চলে যাবে সংসদীয় স্থায়ী কমিটিতে। সংসদীয় কমিটির চেয়ারম্যান আপনাদের ডাকবেন, পরামর্শ শুনবেন। তখন এর সংশোধনের সুযোগ রয়েছে। তিনি জানান, আইনটি সংসদে উঠলেও এটাই চ’ড়ান্ত নয়। এখনও কিছু কিছু জায়গায় সংযোজন, সংশোধনের সুযোগ আছে।
মঙ্গলবার সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ‘সড়ক দুর্ঘটনা রোধে বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় সংসদের ২২তম অধিবেশন। বর্তমান সরকারের এটাই শেষ অধিবেশন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালীন ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করে মন্ত্রিসভা। মতবিনিময় সভায় কলামিস্ট ও লেখব সৈয়দ আবুল মকসুদ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রস্তাবিত আইনের খসড়াতে কিছু বিষয়ের সংশোধনের দাবি করেন।
সেতুমন্ত্রী বলেন, সেখানে জাতীয় পার্টি আছে অন্য দলও আছে। সংসদে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এটা নিয়ে হতাশ হওয়ার কোন কারণ নেই। আমরাও চাই, দেশের মানুষের কাছে আইনটি গ্রহণযোগ্য ও বাস্তবানুগ হয়। তা না হলে এটা সুফল দেবে না। সেই সুযোগ সামনে আছে, আপনারা যাবেন। ওবায়দুল কাদের বলেন, আমরা এই অধিবেশনে আইনটি পাস করার জন্যই প্রস্তুতি নিচ্ছি। এটা বর্তমান সরকারের শেষ অধিবেশন। আশা করছি এই অধিবেশনেই আইনটি পাস হবে। তাই আমি আশাবাদী।
ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর এক বছরের বেশি সময় পর সড়ক পরিবহন আইনটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। কিশোর-কিশোরিরা যারা নিরাপদ সড়কের আন্দোলন করেছিলেন, আমি তাদের স্যালুট করি। তারা আন্দোলনটা করেছিল বলে আজ এই আইনটা যেভাবেই হোক আলোর মুখ দেখছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।