পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর লায়ন্স জেলা ৩১৫ বি-৪ পরিচালিত লায়ন্স ক্লাব অব চিটাগং সলিউরিটি ও লিও ক্লাব অব চিটাগং সলিডারিটি ও লিও ক্লাব অব চিটাগং সলিডারিটির যৌথ উদ্যোগে সম্প্রতি শেখ মুজিব রোড, মীরবাড়ীস্থ পোস্তারপাড়া সঃ প্রাঃ বালিকা বিদ্যালয় গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সলিডারিটি লায়ন্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লায়ন ডাঃ কামরুন্নাহর দস্তগীর এর সভাপতিত্বে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর কেবিনেট সেক্রেটারী লায়ন জাহিদুল ইসলাম চৌঃ জেলার রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার (এডমিন) ও লায়ন্স জেলা ৩১৫ এ-৪ এর খাদ্য বিতরণ কর্মসূচির চেয়ারম্যান লায়ন জাফরুল্লাহ চৌধুরী জেলার বোর্ড অব সিনিয়র এডভাইজার লায়ন হুমাইুন কবির, গভর্ণর এ্যাডভাইজার লায়ন ডাঃ এম. জাকিরুল ইসলাম, গ্লোবাল এ্যাকশানে টিম এর জি.এম.টি লিডার লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিয়ন, চেয়ারপার্সন লায়ন নিজাম উদ্দিন মামুন সালিডারিটি লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন এরফান উদ্দিন খালেদ, লায়ন এনামুল হক, লায়ন শরিয়ত উল্লাহ মানিক, লায়ন সাংবাদিক আবদুল হাই, লিও জেলার সদ্য প্রাক্তন সভাপতি লিও এম সাইফুল করিম আরিফ, লিও জেলা সহ-সভাপতি লিও শাহরিয়ার ইকবাল, সালিডারিটি লিও ক্লাবের সভাপতি লিও সামিন ইয়াসার সাদসহ লায়ন্স ও লিও ক্লাবের সদস্যগণ। এতে আরো উপস্থিত ছিলেন মীরবাড়ী মহল্লা সমাজের সর্দ্দার আলহাজ্ব সেকান্দর মিয়া, সহযোগী সর্দ্দারদ্বয় ছৈয়দ মফিজুল আল ও মীর ফরিদ আহম্মদসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।