পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার এক নেতা সুশীল কুমার জৈন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে মোহাম্মদ আব্দুস সামাদ। এ ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার খাতাউলির বাসিন্দা সুশীল কুমার জৈন সাবেক জেলা ইউনিট প্রেসিডেন্ট ছিলেন। গত বুধবার এ খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম।
তিনি গত ১৫ ফেব্রুয়ারি ইসলাম গ্রহণ করেন বলে গত মঙ্গলবার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কারো চাপে পড়ে নয়, স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি। মানসিক শান্তি লাভের আশাতেই ইসলাম গ্রহণ করেছি। বাকি জীবন ইসলাম ধর্মের অনুসারী হয়েই কাটাতে চাই। সুশীল কুমার জৈন শুধু ধর্ম পরিবর্তনই করেননি, তিনি এখন রীতিমত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, মসজিদে যান এবং ধারাবাহিকভাবে কুরআন মাজিদও পড়ছেন। ধর্ম পরিবর্তন না করার জন্য তার ওপর বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের নেতারা চাপ সৃষ্টি করেছিল। তিনি তা উপেক্ষা করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে যখন ‘ঘর ওয়াপসি’ বা ঘরে ফেরানোর কর্মসূচি হাতে নিয়ে পরিবেশ উত্তপ্ত করা হচ্ছে, তখন হিন্দুত্ববাদী শিব সেনা সংগঠনের সাবেক নেতা ইসলাম ধর্ম গ্রহণ করায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জৈন ধর্মের অনুসারী সাবেক কট্টর শিবসেনা নেতা সুশীল কুমারের ইসলাম গ্রহণ সংশ্লিষ্ট এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সূত্র : জি নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।