Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড়ি সংগঠনের ভয়ে আ’লীগের ৩ প্রার্থীর নির্বাচন বর্জন!

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

দিদারুল আলম রাজু, খাগড়াছড়ি থেকে : পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি একটি আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের ভয়ে নির্বাচন বর্জন করলেন খাগড়াছড়ি’র লক্ষ্মীছড়ি উপজেলার ক্ষমতাসীন দলের তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী।
হুমকি ও সাধারণ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনে গতকাল দুপুরে গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী লেনিন কুমার চাকমা, ২নং দুল্যাতলী ইউনিয়নের মো. নুরে আলম ও ৩নং বর্মাছড়ি ইউনিয়নের নীলবর্ন চাকমা।
ওই বিবৃতিতে নির্বাচন বর্জনকারী তিন চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন, ‘একটি আঞ্চলিক রাজনৈতিক দলের হুমকি ও বাধার কারণে প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা কোন ধরনের নির্বাচনী প্রচারণা, জনসংযোগ এবং প্রতীক সম্বলিত পোস্টার লাগাতে পারেন নি এবং অধিকাংশ কেন্দ্রে নৌকা প্রার্থীর পক্ষে কোনো পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া যাচ্ছেনা। আর এসব বিষয়ে গত সোমবার লক্ষ্মীছড়িতে অনুষ্ঠিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভায় অভিযোগ করা হলেও ব্যবস্থা নেয়া হয়নি। উপরন্তু হুমকি ও প্রচার-প্রচারণায় বাধা দেয়ার ঘটনা বেড়েছে।’
এদিকে পার্বত্য চট্টগ্রামে একাধিক সশস্ত্র পাহাড়ি আঞ্চলিক সংগঠন থাকলেও কোন সংগঠনের পক্ষ থেকে তাদের বাধা ও হুমকি দেয়া হচ্ছে বিবৃতিতে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আর লেনিন কুমার চাকমা’র কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই বলতে রাজী নই।’
স্থানীয় সূত্রগুলো বলছে, ইউপিডিএফ’র ভয়েই নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগ। যদিও এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য স্পষ্ট করা হয়নি।
আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচন বর্জন প্রসঙ্গে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান তিনি বলেন, ‘তফসিল অনুযায়ী ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে। আর সেই লক্ষ্যে সকল আয়োজনও প্রায় সম্পন্ন। কেউ নির্বাচন বর্জনের ঘোষণা দিলে তো আর নির্বাচন থেমে থাকবেনা।’                                                                              



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাহাড়ি সংগঠনের ভয়ে আ’লীগের ৩ প্রার্থীর নির্বাচন বর্জন!
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ