পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পটিয়া উপজেলা সংবাদদাতা ঃ পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের পটিয়ায় শাহ আলম (৪৫) নামের এক ব্যক্তি স্ত্রীর হাতে খুন হয়েছেন। নিহত শাহ আলম পটিয়া পৌরসভার হাবিবুরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র।
জানা যায়, শাহ আলম একজন ডেকোরেশান মালিক। তিনি তার বাপের বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী উপজেলার কচুয়াই ইউনিয়নে মাসুদের ফার্মের পাশে ৪-৫ বছর পূর্বে বাড়ি করে। তিনি দুই সন্তানের জনক। কিছুদিন ধরে শাহ আলমের সাথে স্ত্রী মুন্নী আকতারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে এলাকার লোকজনকে পরিবারের লোকজন জানায় যে, শাহ আলম আত্মহত্যা করেছে। এরই মধ্যে স্ত্রী ও তার পরিবারের লোকজন শাহ আলমের লাশ তড়িঘড়ি করে দাফনের জন্য কচুয়াই এলাকা থেকে পৌরসভার ৫নং ওয়ার্ড হাবিবুরপাড়া নিয়ে আসে। এমনকি কবরও প্রস্তুত করা হয়। ইতোমধ্যে পটিয়া থানা পুলিশ খবর পেয়ে লাশ আনতে গেলে শাহ আলমের ঘরে লাশ না পেয়ে এদিক-সেদিক সন্ধানের পর অবশেষে আলম শাহ মসজিদের পাশে সিঁড়ির গোড়ায় খুঁজে পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত শাহ আলমের গলায়, বুকে ও মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ স্ত্রী মুন্নী আকতারকে আটক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।