পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ভ্যাট, ট্যাক্স এবং রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস করে ৭ শতাংশে নামিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাথে বৈঠক করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন এবং ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া উপস্থিত ছিলেন। বৈঠকে এনবিআর পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নজিবুর রহমান, সদস্য (শুল্কনীতি) মোঃ ফরিদ উদ্দিন এবং সদস্য (ভ্যাটনীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট গৃহায়ণশিল্পের উদ্যোক্তাদের আয়কর হ্রাস এবং অর্থ পাচার রোধ কল্পে কোন শর্ত ছাড়া আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার দাবি উপস্থাপন করেন। এছাড়া নামমাত্র রেজিস্ট্রেশন ব্যয় নির্ধারণ করে সেকেন্ডারি বাজার ব্যবস্থার প্রচলন করার ও দাবি জানান রিহ্যাব নেতৃবৃন্দ। এ সময় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান মনোযোগ সহকারে রিহ্যাব নেতৃবৃন্দের বক্তব্য শুনে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।