পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
মোহাঃ ইনামুল হক মাজেদী, গঙ্গাচড়া থেকে ঃ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় দিগন্তজুড়ে সোনালী ধানের ক্ষেত। পাকা ধান ক্ষেতগুলো বাতাসে দুলছে। নানা প্রতিক‚ল আবহাওয়া পেরিয়ে বোরো চাষ এবার ভালো হয়েছে। ফলন ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই। ধানের দাম কম হওয়ার কারণে কৃষকদের উৎপাদিত খরচ উঠছে না। কৃষকের মুখের হাসি যেন ¤øান হয়ে গেছে। গত বছরে বোরো মৌসুমে ধানের দাম পায়নি কৃষক। এ বছর ধানের দাম পাবে এ আশায় ঋণ করেও বোরো চাষে আগ্রহী হয়ে উঠে কৃষক। ধানের দাম শেষ পর্যন্ত কি হবে এই শঙ্কায় কৃষকের মাথায় বাজ পড়েছে।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তৃর্ণ এলাকাজুড়ে সোনালী ধান ক্ষেতগুলো উঁকি মেরে দেখছে। সোনালী রঙের ধানগুলো রোদে ঝিকমিক করে জ্বলছে। কোথাও কোথাও ১ সপ্তাহের মধ্যে ধান টাকা শুরু হবে। কৃষকরা জানায়, এ বছর তাদের উৎপাদন খরচ বেড়েছে। সারের দাম বৃদ্ধিসহ এ বছর প্রতিক‚ল আবহাওয়ায় ধান ক্ষেতগুলোতে পোকামাকড় ও রোগব্যাধি বেশি হওয়ার কারণে ও কীটনাশকের দাম বাড়ায় খরচ বেড়েছে অনেক গুণ। এছাড়াও এ বছর দফায় দফায় খরার কারণে অনেক কৃষক বোরো ক্ষেতে সেচ দিয়েছেন এতে তাদের বাড়তি খরচ হয়েছে। গঙ্গাচড়া সদর ইউনিয়নের নবনীদাস গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, মজুরি বৃদ্ধিসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে ও ধানের দাম বৃদ্ধি না পাওয়ায় কৃষকরা লোকসান গুনছেন। কৃষকরা জানান, এ বছর তাদের উৎপাদন খরচ হয়েছে মণপ্রতি ৬শ’ টাকারও বেশি। স্থানীয় বাজারে আমন ধান বিক্রি হচ্ছে ৫৩০ টাকা দরে। অবস্থায় কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবে না বলে আশঙ্কা করছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১১ হাজার ১শ’ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিকূল আবহাওয়া সত্তে¡ও এ বছর বোরো ধানের উৎপাদন আশানুরুপ হবে বলে আমরা আশাবাদী। এ দিকে দেরিতে আমন মৌসুমে সরকারিভাবে ধান ক্রয় করায় কৃষকরা খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারেনি। তখন কৃষকের গোলা শূন্য ছিল। লাভবান হয়েছে ধান ব্যবসায়ীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।