পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং দলের সংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের বাসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১ সেপ্টেম্বর রাত ১২টার পর বিএনপি নেতা হাবিব উন নবী সোহেল এবং ফজলুল হক মিলনের বাসার নিচে এবং চারপাশে ডিবি পুলিশ অবস্থান নেয়। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের বাসা ঘিরে রেখেছ। অন্যদিকে একই সময়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুর বাসায় পুলিশ তল্লাশি এবং আসবাবপত্র ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি।সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। তবে জনসভার অনুমতি পাওয়ার পর থেকেই সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করা হচ্ছে বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তবে জনসভার ঠিক আগের রাতে রাজধানীতে বিএনপি নেতাদের বাসায় পুলিশের হানা, তল্লাশি ও ঘিরে রাখার অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।