Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শরণখোলায় বেহেন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে

শরণখোলা উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

বাগেরহাটের শরণখোলায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ বেহেন্দী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বুধবার বিকালে জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরীর নেতৃত্বে কোস্টগার্ডসহ ১০ সদস্যের একটি দল বলেশ্বর নদীর তাফালবাড়ি, মাঝের চর, গাবতলা, জিলবুনিয়া, রাজেশ্বরসহ বিভিন্ন এলাকায় আকস্মিক অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে অসাধু জেলেরা নদীতে পেতে রাখা বেহেন্দী জাল ফেলে পালিয়ে যায়। অভিযান পরিচালনা কালে ৩টি বেহেন্দী জাল জব্দ করেন। পরে মোরেলগঞ্জের সোলমবাড়িয়া এলাকায় জালগুলো আগুন দিয়ে ভষ্মিভুত করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, নিষিদ্ধ জালের মাধ্যমে নানা প্রজাতির মৎস্য পোনা নিধনকারী অসাধু জেলেদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল

১৩ জানুয়ারি, ২০২৩
৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ