Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁনখারপুলে মিছিল করেছে রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৮, ১০:৩২ এএম | আপডেট : ১১:৩২ এএম, ২৭ আগস্ট, ২০১৮

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নতুন গেট থেকে একটি বিক্ষোভ মিছিল চানখাঁরপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্য নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে শ্লোগান দেয়। মিছিল শুরুর প্রাক্কালে একটি পথসভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, এই অবৈধ সরকার বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। যে কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেনা। মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু যত ষড়যন্ত্রই করুক তা সফল হবেনা। কারণ এই দেশের জনগণের হৃদয়ে প্রোথিত জাতীয়তাবাদের শিকড়। তিনি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন রিজভী।

এরআগে গত শুক্রবার এবং মঙ্গলবার রাজধানীর বনানীতে এবং শ্যামলী প্রধান সড়কে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Mijanur Rahman ২৭ আগস্ট, ২০১৮, ১২:৪৬ পিএম says : 0
    I don't want such type of processions like fashion show. I witness such processions several time. Mr. Rizvy, Nirob, Nurul Islam Nayan , Golam Mawla Shahin & others senior leader leads many many procession and it's lasting time not more than 02 minutes. There is no threat by the police thereafter they run just like a thief. How funny ...!!! Its only fashion show not threat to Gov.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়ার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ