Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সরকার একলাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১:০৩ পিএম

জরুরি প্রয়োজন মেটাতে একলাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘জরুরি প্রয়োজন মেটাতে সরকার একলাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে এবং এজন্য টেন্ডার হয়ে গেছে।’

রবিবার (২৬ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিমিয় শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দিনাজপুরের কয়লা খনির প্রসঙ্গে এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘খনিতে যেকোনও সমস্যা হতে পারে। আপদকালীন মজুদ হিসেবে এই কয়লা আনা হচ্ছে।’

কোন দেশ থেকে কয়লা আনা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও ঠিক হয়নি। টেন্ডার দিয়েছি। পরে জানা যাবে কোন দেশ থেকে আনা হবে।’

এসময় বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও বলেন, ‘এ বছরের সেপ্টেম্বর নাগাদ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তবে পুরোপুরি চালু হতে অক্টোবর লেগে যাবে।’

এনএলজি আমদানির ফলে বিদ্যুতে সরকার ভর্তুকি বাড়াবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এনএলজি আমদানির ফলে বিদ্যুতে ভর্তুকি বাড়বে না এবং বিদ্যুতের দামও সহনীয় থাকবে।’

বিদ্যুতের দাম কামানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বার্ক)-এর ওপর নির্ভর করে। আমরা আমাদের প্রস্তাব দিয়ে রেখেছি। জনগণের ওপর যেনো কোনও চাপ না পড়ে সেদিকে নজর রেখেই আমরা প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। কাজেই জনগণের চাপ হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না।’

বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা চুরির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বড় পুকুরিয়া কয়লা খনি থেকে যে কয়লা চুরি হয়েছে তা ২০০৫ সাল থেকে শুরু হয়েছে। এটি দুই দিনে ঘটেনি। যে পরিমাণ কয়লা চুরি হয়েছে তা বহন করে নিতেও ৩০ হাজার ট্রাক লেগেছে। ভাগ্য ভালো যে শেখ হাসিনা সরকারের সময় এটি ধরা পড়েছে। শেখ হাসিনা সরকার যে কোনও দুর্নীতি বরদাস্ত করে না তার প্রমাণ এটি।’

তেল-গ্যাস-রক্ষাকারী আন্দোলনকারীদের এক অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, ‘বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে না গেলে চুরির বিষয়টি আমরা জানতাম না।’



 

Show all comments
  • Nannu chowhan ২৬ আগস্ট, ২০১৮, ৫:৪১ পিএম says : 0
    Haire ovaga desh shob koyla maojud theke gaieb hoye jai ar eakhon shei koyla abar amdani korte hobe! Mone hoy jeno proshashon shialer kase amra moorgi borga diasi....
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ২৬ আগস্ট, ২০১৮, ৫:৪১ পিএম says : 0
    Haire ovaga desh shob koyla maojud theke gaieb hoye jai ar eakhon shei koyla abar amdani korte hobe! Mone hoy jeno proshashon shialer kase amra moorgi borga diasi....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ