Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্রের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

খালেদা-ফখরুল সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

তিনি অসুস্থ, তবে মনোবল শক্ত


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি সকলকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন। কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ শেষে এ সব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে পুরাতন ঢাকার নাজিম উদ্দীন রোডের কেন্দ্রীয় পুরনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম। প্রায় ১ ঘন্টা সাক্ষাত শেষে বিকেল ৫টার কিছু আগে কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন অনুমতি পাইনি। দুপুরের দিকে কারা কর্তৃপক্ষের কাছে থেকে চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তারের মাধ্যমে মির্জা ফখরুলের সাক্ষাতের বিষয়টি জানানো হয়। এরপর মহাসচিব বিষয়টি নিয়ে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনা করেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ও স্থায়ী কমিটির সদস্যদের পরামর্শক্রমের একাই সাক্ষাতের জন্য কারাগারে যান মির্জা ফখরুল ইসলাম।
তিনি আরো বলেন, দেশনেত্রী শারীরিক দিক দিয়ে বেশ অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে। তাকে আমাদের অবস্থার কথা জানিয়েছি। আমরা আশা করছি দ্রুতই তার জামিন হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাস বলেন, চেয়ারপারসন আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সকলের মনোবল ধরে রাখতে বলেছেন। একই সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন- তারা যেন সজাগ থাকে ও গণতন্ত্রের জন্য জনগণ যেন ঐক্যবদ্ধ হয়।
কারাগার থেকে বের হয়ে বিএনপির মহাসচিব জানান, খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক ও দলীয় আলোচনা হয়নি।
জানা গেছে, প্রথমে তাকে কারাগারের ভেতরে অতিথিকক্ষে তাকে নিয়ে বসানো হয়। এর আগে গত বুধবার ঈদের দিন বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন স্বজনেরা। তবে সেদিন স্বজনেরা দেখা করলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাঁদের বাসা থেকে নেয়া খাবার নিতে দেয়নি কারা কর্তৃপক্ষ। ওই দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন তার বোন সেলিনা ইসলাম। তিনিও সাংবাদিকদের জানিয়েছিলেন যে, খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ নন। গত ৮ ফের্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওই কারাগারে রাখা হয়েছে। সেখানে তিনিই এখন একমাত্র বন্দি।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৬ আগস্ট, ২০১৮, ৯:০২ এএম says : 0
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তবে মনোবল শক্ত দেশবাসীর কাছে দোয়া চাওয়ার পাশাপাশি সকলকে সজাগ থেকে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন। মহাসচিব জানান, খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক ও দলীয় আলোচনা হয়নি। এখানে মহাসচিবের কথা কোন মানে বুঝা গেল না, কারন খালেদা জিয়ার সাথে রাজনৈতিক ও দলীয় আলোচনা না হলে খালেদা জিয়া কিভাবে দেশবাসীর কাছে তার বানী পাঠালেন এটা একটা প্রশ্ন নয় কি? খালেদা বিবি দেশের সকলকে সজাগ থেকে গণতন্ত্রের জন্যে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন…… এটাকি রাজনৈতিক এবং দলীয় বক্তব্য নয়? এখনও যদি বিএনপির নেতারা কাকের মত করে চোখ বন্ধ করে কোকিলের বাসায় ডিম পারে আর ভাবে কোকিল দেখেনি কাজেই কোকিল তার ডিম ভেবে কাকের বাচ্চা ফুটাবে!!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ