পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, '১৪ বছর আগে গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ বিচার চাওয়াটা আদালতের রায়ে হস্তক্ষেপ নয়।'
বৃহস্পতিবার (২৩ আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘গ্রেনেড হামলায় রায়কে সরকার প্রভাবিত করছে’ বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, '১৪ বছর ধরে যে মামলার বিচারকাজ চলছে, সেই মামলার বিচার কাজে সরকার হস্তক্ষেপ করছে -এমন অভিযোগ কেউ বিশ্বাস করবে না। গ্রেনেড হামলা মামলার রায়ের আগে বিএনপির হাঙ্গামা তৈরি খুনিদের বাঁচানোর অপচেষ্টা।'
তিনি আরও বলেন, 'বিএনপির শীর্ষ নেতাদের মামলা থেকে আড়াল করার জন্য বিএনপি এবং তার শরিকরা গ্রেনেড হামলার বিচার নিয়ে হইচই শুরু করেছে। এটা চক্রান্তের অংশ।'
জাসদ সভাপতি বলেন, 'যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রায়ের আগে ফাঁসির দাবিতে দেশ সোচ্চার হয়েছিল, এটা আদালতের ওপর হস্তক্ষেপ নয়। বরং চুরির দায়ে দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতের সামনে বিশৃঙ্খলা করা আদালত অবমাননার সামিল।'
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অশিত সিংহ রায়সহ জাসদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।