Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের ছয় দফা দাবি

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সর্বনিম্ন ৮,৭৫০/- টাকা এবং সর্বোচ্চ ১৩,৫০০/- টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে জাতীয় মজুরি স্কেল-২০১৫ ঘোষণা বাস্তবায়ন, সংস্থার সদর দপ্তরের ন্যায় সকলের জন্য পেনশন বা পেনশন পদ্ধতিতে গ্রাচ্যুইটিসহ ছয় দফা পেশ করেছে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ।
গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নেতৃবন্দ বলেন, ১৯৭৩ সনে ঘোষিত ১ম জাতীয় বেতন স্কেলের তুলনায় মজুরি স্কেলের সর্বোচ্চ ও সর্বনি¤œ গ্রেডের প্রারম্ভিক বেতন ও মজুরি যথাক্রমে ১৯ ও ২৯% বেশি ছিল। ১৯৭৭, ১৯৮৫, ১৯৯১ সনে ঘোষিত স্কেলসমূহে উক্ত ধারাবাহিকতা বজায় থাকলেও ১৯৯৭, ২০০৫ ও ২০০৯-এর শ্রমিকদের মজুরি কর্মচারীদের তুলনায় কমিয়ে নির্ধারণ করায় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়। তদুপরি প্রতিবার বেতন স্কেল ঘোষণার অনেক পরে মজুরি স্কেল ঘোষণা করায় শ্রমিকরা অনেক ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়। এবারও ২০১৫ সালের ১৫ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হলেও এখনো জাতীয় মজুরি কমিশন গঠন না হওয়ায় আবারও শ্রমিকরা নানাবিধ সুবিধা হতে বঞ্চিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। তারা গত ৬ এপ্রিল (১) প্রধানমন্ত্রীর দপ্তরে পেশকৃত প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল-২০১৫ ঘোষণা ও বাস্তবায়নসহ সংবিধানের ২৭ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী সংস্থার সদর দপ্তরের কর্মচারীদের সাথে সংস্থাধীন কারখানাসমূহে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে বিদ্যমান আর্থিক ও অন্যান্য বৈষম্য নিরসনকল্পে সংস্থার সদর দপ্তরের ন্যায় (২) সংস্থাধীন কারখানাসমূহে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেলায়ও পেনশন বা মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পেনশন পদ্ধতিতে গ্রাচ্যুইটি নির্ধারণ (৩) সংস্থাধীন কারকানাসমূহে কর্মরত নারী শ্রমিক কর্মচারীদের প্রসূতি ছুটি ৪ মাস থেকে ৬ মাসে উন্নীতকরণ (৪) সংস্থাধীন কারখানাসমূহে কর্মরত মুক্তিযোদ্ধা শ্রমিকদের অবসরের বয়সসীমা বৃদ্ধি (৫) সংস্থার কর্মচারীদের ন্যায় কারখানার শ্রমিক ও কর্মচারীদের সমন্বয়সহ লাম্পগ্রান্ট সুবিধা প্রদান (৬) পরিপত্র প্রজ্ঞাপন জারির মাধ্যমে সংস্থার কর্মচারীদের ন্যায় কারখানাসমূহের শ্রমিকদের চলতি বছর থেকে নববর্ষ-ভাতা প্রদান ও সমন্বয় সাপেক্ষে বর্তমানে আহরিত মজুরির ৫০% হারে মজুরি স্কেলের বিপরীতে অগ্রীম প্রদানের দাবি জানান। নেতৃবৃন্দ আগামী মে মাস পর্যন্ত একটানা গণসংযোগ, গেট মিটিং ও অঞ্চলভিত্তিক সংবাদ সম্মেলন, জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ ইত্যাদি কর্মসূচি পালন করা হবে মর্মে উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক খান সিরাজুল ইসলাম ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম. কামাল উদ্দিন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এটিএম ফজলুল হক, আতিয়ার রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমান, শেখ নুরুল হাদী, ফরিদ উদ্দিন, দেলোয়ার হোসেন, মো. খোরশেদ আলম, শাহিনুর রহমান, ফারুক মিয়া, জাহিদুল ইসলাম লতিফ, মো. সাইদুর রহমান ও সমন্বয় পরিষদভুক্ত বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।-প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের ছয় দফা দাবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ