Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশবাসীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৮, ১:৪৫ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, দু'দিন আগে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করতে কারাগারে গিয়েছিলেন। তাদের মাধ্যমে তিনি দেশবাসী, বিশ্ব মুসলিম, দলের নেতাকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ইতোমধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষ চরম দুর্ভোগে বাড়ি ফিরছেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুধু বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসা রটনায় ব্যস্ত। ব্যারিস্টার মওদুদ আহমদের মতো সিনিয়র সিটিজেনকে অবরুদ্ধ করে রেখেছেন।

এদিকে সড়কে মরদেহের সংখ্যা বেড়ে যাচ্ছে। সোমবারও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। গুরুতর আহত হয়েছেন শতাধিক। সড়কের বেহাল অবস্থা ও সড়ক মন্ত্রণালয়ের অব্যবস্থপনাই দুর্ঘটনার মূল কারণ।

তিনি বলেন, সড়কে মানুষকে নিরাপদে ফিরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। তিনি কয়েকদিন আগে বলেছিলেন এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক। কিন্তু আমরা কি দেখলাম, প্রতিবারের মতো এবারের ঈদ যাত্রাও হয়েছে দুর্বিসহ বেদনাদায়ক। ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে অনেক বাড়িতে। আমি বিএনপির পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

রিজভী বলেন, ভোলাতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন বিএনপি ক্ষমতায় এলে নাকি প্রথমদিনই লাখ লোক হত্যা করবে। আমার বক্তব্য হচ্ছে, এই উদ্ভট তথ্য তিনি কোথায় পেলেন। গুজব রটনার অভিযোগে যদি প্রখ্যাত আলোকচিত্রী, শিল্পি ও ছাত্র-ছাত্রীদের গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন করা হয়। তাহলে অসত্য উদ্ভট ও সমাজের মধ্যে উসকানি ও আতঙ্ক ছড়িয়ে গুজব সৃষ্টিকারী তোফায়েল আহমদের মতো একজন সিনিয়র রাজনীতিবিদের ব্যাপারে সরকার কি কোনো পদক্ষেপ নেবে?

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. মামুন আহমদে, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ