পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আট বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘কয়েক দিনে আমাদের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন। সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ আইয়ুবুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয়।
এছাড়া সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, প্রধানমন্ত্রীর ট্যাক্স অ্যাডভাইজার ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী বজলুর রহমান বাদল- এই আটজন বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেছেন। তাদের স্মরণে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।’
দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার (৭৫) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।