পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনে সাবেক তারকা ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান জয়ী হয়েছেন। তিনি হচ্ছেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী। আজ শনিবার তিনি শপথ নেবেন।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি (এনএ) বা জাতীয় পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিরা গতকাল শুক্রবার ভোটাভুটির মাধ্যমে বেছে নেন দেশের ন্যাশনাল অ্যাসেম্বলির পরবর্তী নেতাকে। এই ভোটাভুটিতে সহজেই জয়লাভ করেন পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ইমরান খান।
এর আগে জাতীয় পরিষদের নেতা হওয়ার জন্য মনোনয়ন জমা দেন দু’জন। তারা হলেন পিটিআই নেতা ইমরান খান এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। তাদের মনোনয়ন পত্রের স্ক্রুটিনিও করা হয়। ইমরান এবং শরিফ দুজনের মনোনয়নপত্রই গৃহীত হয়।
গতকালের ভোটাভুটিতে ইমরান খানের পক্ষে ১৭৬ জন জাতীয় পরিষদ সদস্য ভোট দেন। তার প্রতিদ্ব›দ্বী শাহবাজ শরীফ পেয়েছেন ৯৬ ভোট। পাকিস্তানের নব নির্বাচিত স্পিকার আসাদ কায়সার প্রধানমন্ত্রী নির্বাচনের ফল ঘোষণা করেন। এ সময় পিএমএল-এন সদস্যরা ‘নামঞ্জুর’ স্লোগান দিয়ে তার প্রতিবাদ জানান। ইমরান খান এ সময় হাসিমুখে তার আসনে উপবিষ্ট ছিলেন।
হৈচৈ থামার পর স্পিকার নর্বনর্বাচিত প্রধানমন্ত্রীকে জাতীয় পরিষদে ভাষণ দেয়ার আহবান জানান। ইমরান খান তার বক্তৃতায় বলেন, দেশ যা চাইছে, আমি সে তাবদিলি বা পরিবর্তন আনার অঙ্গীকার করছি। আমাদেরকে কঠোর জবাবদিহিত অনুসরণ করতে হবে। যারা দেশকে লুনঠন করেছেন, আমি তাদের বিরুদ্ধে কাজ করব। তিনি বলেন, আমি কোনো স্বৈরাচারের কাঁধে সওয়ার হয়ে এ জায়গায় আসিনি। এখানে পৌঁছতে আমার ২২ বছর লেগেছে।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আগে পিএমএল-এন-এর সাথে যোগ দিলেও প্রধানমন্ত্রী নির্বাচনে তাদের সমর্থন দেয়নি ও ভোটদানে বিরত থাকে। জামায়াত-ই-ইসলামীর একজন সদস্য মুত্তাহিদা মজলিস-ই আমলের (এমএমএ) ব্যানারে নির্বাচন করেন। তিনি ভোটদানে বিরত থাকেন।
গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ইমরান খানের পিটিআই ১১৬ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলির ১৭২ হল ম্যাজিক ফিগার। সংরক্ষিত আসন নিয়ে ইমরান খানের দল পিটিআই দখলে রয়েছে ১৫৮ আসন। সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করে সরকার গড়ার জন্য আর মাত্র ১৪ আসনের প্রয়োজন। সে ক্ষেত্রে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রামাণে ইমরানকে ছোট দলগুলির সাহায্য নিতে হবে। যদিও এ দিনও দলের তরফে দাবি করা হয়েছে, তাদের হাতে ম্যাজিক সংখ্যা রয়েছে।
আজ শনিবার শপথ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা ইমরান খানের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।