Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় মাসের মধ্যে ৫ শতাধিক স্থানে ওয়াই-ফাই হটস্পট স্থাপন করবে রবি

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে দেশজুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। প্রকল্পটির আওতায় আগামী ছয় মাসে ৫০০টি শীর্ষস্থানীয় রেস্তোরাঁ, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি পাবলিক প্লেস (বিমানবন্দর ও রেল স্টেশন) এবং ৩৫০টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াইফাই সেবা প্রদান করবে অপারেটরটি। যেসব গ্রাহক কমপক্ষে ১ জিবির মোবাইল ইন্টারনেট প্যাক কিনেছেন তারা এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। বাস, ট্যাক্সি ও ট্রেনে ওয়াইফাই ব্যবহার উপযোগী মোবাইল ফোন থাকলে যে কেউ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে ওয়াইফাই’র জন্য বিভিন্ন ডাটা বান্ডেল অফার প্রদান করবে রবি। ওয়াইফাই হটস্পট স্থাপন ও রক্ষণাবেক্ষণের জন্য আমরা, অ্যাকসেসটেল, কিউবি’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে আজিয়াটার বাংলাদেশি এই অপারেটর। বাস ও ট্রেনে ওয়াইফাই স্থাপনের জন্য চুক্তি হয়েছে কোলেস এর সাথে। আজ, ১৯ এপ্রিল, ২০১৬ (মঙ্গলবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে রবি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম, এমপি। অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং চিফ কর্পোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়াইফাই হটস্পট স্থাপনের জন্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বদ্ধ জায়গায় ইন্টারনেট সেবা প্রদানের জন্য ওয়াইফাই প্রযুক্তি খুবই উপযোগী। থ্রিজি নেটওয়ার্কের সাথে ওয়াইফাই হটস্পটযুক্ত হওয়ায় নেটওয়ার্কের ওপর চাপ কমে। ফলে গ্রাহকরা আরো স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। মানসম্মত সেবা সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে জনগণের কাছে মানসম্মত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য রবি’র উদ্যোগকে স্বাগত জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম। তিনি মনে করেন, জনগণ যেহেতু ক্রমশ ডিজিটাল জীবনধারায় অভ্যস্থ হয়ে উঠছে, তাই উচ্চগতির ইন্টারনেটের চাহিদা মেটাতে এই পদক্ষেপ সহায়ক হবে। রবি’র চিফ কর্পোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কোম্পানিটির প্রত্যয়ের কথা ব্যক্ত করেন। ওয়াইফাই প্রযুক্তি সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারবে বলে মনে করেন তিনি। তার মতে, জনগণের জন্য প্রযুক্তি সহজলভ্য করতে রবি’র এই উদ্যোগের ফলে ডিজিটাল ক্ষেত্রে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান আরো এগিয়ে যাবে।
রবি’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সুপুন বীরাসিংহে বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে রবি অঙ্গীকারবদ্ধ এবং এই লক্ষ্য বাস্তবায়নের মূল হাতিয়ার ইন্টারনেটের সহজলভ্যতা। এজন্য ডিজিটাল বৈষম্য দূর করতে কাজ করে যাচ্ছে রবি। ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের পাশাপাশি দেশের স্থিতিশীল উন্নয়ন ও অগ্রগতি অর্জিত হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছয় মাসের মধ্যে ৫ শতাধিক স্থানে ওয়াই-ফাই হটস্পট স্থাপন করবে রবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ