Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে পশুরহাট বসানো যাবে না আইন শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

সড়কে কোরবানি পশুরহাট বসানো যাবে না আবার কোন কারণ ছাড়া পশুবাহি যানবাহন পুলিশ আটক করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান। গতকাল (সোমবার) মহানগর এলাকার ১০টি পশুরহাটের ইজারাদার ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের এক সভায় পুলিশ কমিশনার একথা বলেন। প্রতিটি কোরবানির পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প, সাদাপোশাকে পুলিশের নজরদারি, ওয়াচ টাওয়ার, ভেটেরিনারী ভিজিল্যান্স টিম (পশু ডাক্তার), ভ্রাম্যমান আদালতসহ জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে বলে জানান পুলিশ কমিশনার। সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া নির্ধারিত হাটের বাইরে কোথাও পশুরহাট যাতে বসতে না পারে সেজন্য থানার ওসিদের সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশ কমিশনার। সভায় অতিরিক্ত কমিশনার মাসুদ উল হাসান, কুসুম দেওয়ান ও আমেনা বেগম বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়কে পশুরহাট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ