পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডে নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব রিটেইল বিজনেস হিসেবে মো. কায়সার হামিদ যোগ দিয়েছেন। এর আগে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল সেলস এন্ড রিজিওনাল ডিস্ট্রিবিউশন হিসেবে এবং তারও আগে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের কনজ্যুমার ডিভিশনের হেড অব রিজিওনাল বিজনেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফাইন্যান্সিয়্যাল সার্ভিস ইন্ডাস্ট্রি বিষয়ে কায়সার হামিদ-এর রয়েছে দীর্ঘ ১৩ বছরের অভিজ্ঞতা। তিনি ডিবিএইচ এ কাজ করায় নানা বিষয়ে তার রয়েছে বিশেষ দক্ষতা। একই সঙ্গে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে বেশকিছু প্রশিক্ষণে অংশ নিয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কাতে ব্যবসায়িক পরিদর্শনে গিয়েছিলেন।
মো. কায়সার হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ (মাস্টার’স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) স¤পন্ন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।