Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরান শাহবাজ বিলাওয়ালসহ ৩২৯ সদস্যের শপথ

পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন

দি ডন | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

গতকাল সোমবার পাকিস্তানের ১৫ তম জাতীয় পরিষদের (এনএ) প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইমরান খানসহ ৩২৯ জন জাতীয় পরিষদ সদস্য শপথ গ্রহণ করার পর অধিবেশন সমাপ্ত হয়।
বিদায়ী স্পিকার আয়াজ সাদিক নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করান। জাতীয় পরিষদের সদস্য সংখ্যা ৩৪২।
পাকিস্তানের আগামী প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরীফ, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সহ অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক নেতারা শপথ গ্রহণ করেন। আরো ছিলেন রাজা রব্বানি খার ও তার বোন হিনা রব্বানি খার, সাবেক প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ ও মিয়া মোহাম্মদ সমরো প্রমুখ নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য। টিভি সংবাদে দেখা যায় পিটিআই প্রধান বিলাওয়ালের সাথে করমর্দন করেন ও তার সাথে ছবি তোলেন। উল্লেখ্য, বিলাওয়াল এই প্রথম জাতীয় পরিষদের সদস্য হয়েছেন। শপথ গ্রহণ শেষে স্পিকার ১৫ আগস্ট সকাল ১০টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। ঐদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পিটিআই স্পিকার পদের জন্য খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদের স্পিকার আসাদ কায়সারকে মনোনীত করেছে। তার প্রতিদ্ব›দ্বী হচ্ছেন ১১ দলয় বিরোধী জোট সমর্থিত পিপিপির সৈয়দ খুরশিদ শাহ।
জিও নিউজ জানায়, এবার পাকিস্তান জাতীয় পরিষদে তিন জন পিতা ও তিন পুত্র নির্বাচিত হয়েছেন। তারা হলেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও তার পুত্র বিলাওয়াল ভু্েটা জারদারি,পারভেইজ মালিক ও তা পুত্র আলি পারভেইজ মালিক এবং শাহ মেহমুদ কুরেশি ও তার পুত্র জাইন কুরেশি।
অন্যদিকে সিন্ধু, খাইবার পাথুনখাওয়া ও বালুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্যরাও গতকাল শপথ গ্রহণ করেন।



 

Show all comments
  • তামিম ১৪ আগস্ট, ২০১৮, ৪:৪৯ এএম says : 0
    পাকিস্তানের নতুন সরকারের জন্য শুভ কানা রইলো
    Total Reply(0) Reply
  • SK Saddam Hossain Jone ১৪ আগস্ট, ২০১৮, ১:১১ পিএম says : 0
    পাকিস্তান এর মত ভঙ্কুর অর্থনীতি, দূনীতি, রাজনীতির দেশ ইমরান খানের ক্যাপ্টেনসিতে বিশ্বের কাছে কতটুকু আস্থাভাজন এবং উন্নয়নমমুখি করতে পারে সেটা দেখার বিষয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ