পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক ঃ জার্মানিতে মুসলিমবিরোধী আন্দোলন ‘পেগিডার’ প্রতিষ্ঠাতা লুতজ বাকমানকে বিচারের মুখোমুখি করা হয়েছে। লুতজ বাকমান ২০১৪ সালের অক্টোবরে জার্মানিতে আসা শরণার্থীদের ‘গবাদিপশু’ এবং ‘নর্দমার মানুষ’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালালে তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনা হয়। বাকমান এই মন্তব্যটি করেন ২০১৪ সালের সেপ্টেম্বরে, যেটি ছিল পেগিডা প্রতিষ্ঠার কিছুদিন আগে। গতকাল ড্রেসডেন শহরে কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্যে তার বিচারকাজ শুরু করা হয়।
গত বছর কয়েক লাখ শরণার্থী জার্মানিতে প্রবেশ করলে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের কড়া সমালোচনা করে ইসলামবিরোধী সংগঠন ‘পেগিডা’। আদালত বলছে, ৪৩ বছর বয়সী বাকমানের ২০১৪ সালে করা মন্তব্য পাবলিক অর্ডার ভঙ্গ করেছে এবং সাংবিধানিকভাবে শরণার্থীদের সম্মানের প্রতি সরাসরি আক্রমণ করা হয়েছে।
এতে দোষী সাব্যস্ত হলে বাকমানের সর্বোচ্চ ৫ বছরের সাজা হতে পারে। সূত্র : আলজাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।