পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডরমেটরি ভবনের ৫ম তলা থেকে পড়ে আকরিমা আক্তার (৩৫) নামে এক সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে ওই হাসপাতালের ভিতরে আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী।
জানা যায়, আকরিমা শুক্রবার সকালে ওই ভবনের ৫ম তলায় ওঠে সবজি বাগান পরিচর্যা করছিলেন। এ সময় এক ভবনের ছাদ থেকে অন্য ভবনের ছাদে যাওয়ার জন্য পুরনো টিনের ওপর পা দেন। এতে মুহূর্তের মধ্যেই ওই টিন ভেঙে তিনি নীচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের ফরেনসিক বিভাগে তার লাশ প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।