পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছাত্র আন্দোলনের তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপরে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকালও রাজধানীতে পৃথক মানবন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও নেতৃবৃন্দ। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচারের আওতায় আনতে সরকারকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। এদিকে, সাংবাদিকদের ওপরে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানবন্ধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজ) একাংশ। এছাড়া, কাওরান বাজারের সার্ক ফোয়ারা চত্বরে আরেকটি মানববন্ধন করেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা দল কানা নয়, তাদেরও সব কিছু দেখার ও বোঝার চোখ আছে। তিনদিনের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।
বিএফইউজে একাংশের সভাপতি মোল্লা জালাল প্রেসক্লাবে বলেন, সাংবাদিকদের পিটিয়ে আপানারা নিরাপদে থাকবেন তা হতে পারে না। তিনি ১১ আগস্ট ঢাকাসহ সারা দেশে বিক্ষোভের ডাক দেন এবং সর্বস্তরের সাংবাদিকদের কর্মসূচি সফল করার আহ্বান জানান। সার্ক ফোয়ারার কাছেও বিক্ষুব্ধ সাংবাদিকরা হামলাকরীদের গ্রেফতারে সরকারকে ৭২ ঘন্টার আল্টিমেটম দেন
এদিকে, গতকাল সচিবালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তথ্য মন্ত্রী বলেন, সাংবাদিকদের ওপরে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের ছবি আমাদের হাতে এসেছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে স্বরাষ্ট্রমন্ত্রীকে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে লিখিতভাবেও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে বলে তথ্যমন্ত্রী বলেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, সোহেল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।